আমরা সবাই প্রতি নিয়ত নতুন অনেক কিছু শিখছি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে নতুন কিছু শিখার সময় আমরা অনেকেই জানি না এটি দিয়ে কোন সমস্যার সমাধান করা হয়। আমার মতে নতুন কোন কিছু শিখার ক্ষেত্রে আমরা যদি না জানি এটি দিয়ে…
লেখক: SaroarShahan
আমি সারোয়ার হোসেন শাহান। একজন লিসেনার, লার্নার, কোডার, টেক লাভার ও ট্রাভেলার। ভালবাসি ডিজাইন করতে এবং কোড লিখতে। তাই iNiLabs নামক দেশীয় একটি কোম্পানিতে ইউআই/ফ্রন্ড-এন্ড ডেভেলপার হিসাবে কাজ করছি। কাজের পাশাপাশি নতুন কিছু সম্পর্কে জানতে এবং শিখতে ভাল লাগে। তার থেকে বেশি ভাল লাগে নিজের অর্জিত জ্ঞানটুকু যদি শেয়ার করতে পারি। তাই যখনই সময় পাই লিখতে বসে যাই।