আজ সবাইকে একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো।
এই সাইট টা আমার প্রথম সাইট থাকে প্রতিদিন ব্রাউজ করার জন্য। কারন এটা একটা ফিড এগ্রিগেটর যা আপনি নিজের মত পছন্দের সাইট দ্বারা সাজিয়ে নিবেন। কোন বিজ্ঞাপন নাই কিচ্ছু নাই। একেবারে লাইট একটা সাইট। আমার কাছে এর UI/UX feedspot থেকে অনেক ভালো লাগে।
আমি সব ক্যাটাগরির সাইট সাজিয়ে রাখি এবং দিনের শুরুতে সব পোস্ট এ চোখ বুলিয়ে নেই। ডেইলি ২ টা আর্টিকেল পড়ার চেস্টা করি। পড়িও। মাঝে মাঝে আরো বেশি পড়া হয়।
এখন আপনারা অনেকেই অনেক পড়ালেখা করেন। প্রতিটা সাইট খুলে যদি দেখতে হয় অনেক সময় চলে যায়। এই পদ্ধতি অনেক ভালো। এখানে একসাথে দেখবেন সময় বাচবে। আর যেটা পড়তে ইচ্ছা হবে মুল সাইট এ গিয়েও পড়তে পারেন অথবা এখানে!
I just simply love feedreader.