বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট বুকিং এর বিভিন্ন টিকেট ক্লাস

Spread the love

আজ বাংলাদেশ রেলওয়ের টিকেট কিনলাম অনলাইনে। একটা প্রোগ্রাম এটেন্ড করতে যাব প্লাস কিছু গেস্ট আসবে এই কারনে। তো অনলাইনে টিকেট কিনতে যাবার পর ঘটলো বিপত্তি। কারন আমি নরমালি ৩ টা সিট নিয়ে ধারনা রাখি।

  • শোভন চেয়ার
  • সুলভ
  • আর স্নিগ্ধা

তো যখন টিকেট কিনতে গেলাম আর ট্রেইন সিলেক্ট করলাম নিচের মত নাম ধাম আসলো যার  অনেক কিছুই আমি বুঝি নাইঃ

Bangladesh Railway ticket

এরপর বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন জনের বিভিন্ন এক্সপ্লেনেশন এ আমি মোটামুটি আরো কনফিউজড হয়ে গেলাম। যাক F_seat নিয়ে নিছি কারন স্নিগ্ধা কিংবা শোভন চেয়ার পাইনাই। বাকিগুলা বুঝি না তাই নেই নাই। তবে মনে ক্ষুতক্ষুত করাতে ২ ঘন্টা গুগলিং করে বের করে ফেলেছি মোটামুটি সবগুলার মিনিং। অনেকের উপকারে আসবে তাই একটা লেখাও লিখে ফেলছি।

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট পাওয়া যাবে এখানেঃ

https://www.esheba.cnsbd.com/

তবে এই সাইটে তেমন কোন তথ্য খুব সুন্দর করে পাবেন না।

টিকেট বুকিং দেবার সময় এই ক্লাসের টিকেট সিলেক্ট করতে পারবেন যা নিম্মরুপঃ

AC_B :

এসি ক্লাসের বার্থ । এটা এসি ২ জনের স্লিপার বার্থ যা রাতে ট্রেন জার্নির জন্য বেস্ট।  

AC_S:

এসি ক্লাসের সিট। দিনের বেলার জন্য খুবই উত্তম। এতে কার্পেটের মেঝে এবং সুন্দর পরিপাটি করে  গোছানো বগি থাকে। 

 SNIGDHA:

এটি এসি ক্লাস এয়ার কন্ডিশনড রিক্লাইনিং সিট সমৃদ্ধ (শোয়ানো যায় এমন) যাতে টিভিযুক্ত থাকে। (তবে টিভি খুলে নেওয়া হয় তাই টিভি আশা না করাই ভাল !)

F_BERTH:

First Class বার্থ। এতে ৪ জন শুয়ে বসে যেতে পারে। তবে আমি শুনেছি ৬ জন যায় এবং মাথার উপর বার্থ থাকে। তবে আমার নিজ চোখে আমি ৪ জনের ব্যবস্থাই দেখেছি । তাই আমি ৪ জনের ব্যাপারেই আমার মত দিচ্ছি।

F_SEAT:

First Class সিট। এটা নিয়ে তেমন আমার ধারনা নাই। তবে টিকেটের দাম যেহেতু শোভন চেয়ার থেকে বেশি তাই কিছুটা উন্নত মানের হবে বলে ধরে নিচ্ছি।

S_CHAIR:

শোভন চেয়ার । এটা ২য় শ্রেনীর বগি/কোচ। এখানে শোভন না সুন্দর। এর সিটগুলা তুলনামুলক সুন্দর হয়। স্লিপিং কোচ হয়।

 Shovon:

এটাও ২য় শ্রেনীর তবে এর সিট শোয়ানো যায় না।

Shulov:

সুলভ সবচেয়ে ইকোনমি সিট বাংলাদেশ রেলওয়ের । এটা চেয়ার না , কাঠের বেঞ্চ এর মত সিট। একসাথে অনেকেই বসে। ৩-৪ জন প্রতি বেঞ্চ এ বসে।

নিচে নেট থেকে পাওয়া গুগুল মারফত কিছু ফোটোঃ

snigdha coach BR
স্নিগ্ধা কোচ (এসি কোচ)
স্নিগ্ধা কোচ
স্নিগ্ধা কোচ
Bangladesh-snigdha-train
স্নিগ্ধা কোচ (এসি) সুবর্ন এক্সপ্রেস
শোভন চেয়ার। নন এসি
শোভন চেয়ার। নন এসি

 

দুজনের স্লিপার বার্থ
দুজনের স্লিপার বার্থ

ছবিগুলা পেয়েছি http://www.seat61.com/Bangladesh.htm এই ওয়েবসাইট থেকে। এই ব্যপারটা আমার মাথায় যেহেতু গেঁথে  গেছে ইনশা আল্লাহ আমি প্রতিটি ট্রেনের বিশেষ করে ঢাকা- চিটাগং এর ইন্টারসিটি ট্রেনের সিট এবং ক্লাস গুলার ছবি আস্তে আস্তে তুলে আমার এই পোস্ট কে আরো সমৃদ্ধ করবো ইনশা আল্লাহ। আপনাদের উপকারে আসল কিনা জানাবেন আর কমেন্ট করে কিছু অ্যাড করতে হলে বলবেন। আমি করে নিব। আর কাইন্ডলি উপকৃত হলে শেয়ার করবেন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক এ।

Note: মৌলিক লেখা। আমি ক্রিয়েটিভস কমন্স এর আন্ডারে দিয়ে দিলাম। আমার এই পোস্ট কে ক্রেডিট করে যেকোন সাইটে ব্যবহার করতে পারবেন। ব্যাক লিঙ্ক এ সাইট দিয়ে দিবেন।

 Tags: bangladesh railway, BR,e-ticket, meaning e-ticket of bangladesh railway, eticket, ticket class of bangladesh railway

আগের লেখা – প্রথম প্রকাশিত হয়েছিল: এপ্রিল 13, 2017


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Yoda Style Conditionals ( Yoda Condition) Explained (Bengali/বাংলায়)

Spread the love

Spread the loveআমরা যারা প্রোগ্রামিং কিংবা ডেভেলপমেন্ট করি তাদের অনেকসময় সবকিছু ঠিকঠাকমত কন্ডিশন লেখার পরও দেখা যায় প্রোগ্রাম ভুল বিহেভ করে। এর পিছনে কিন্তু বিশাল একটা কিছুর হাত আছে। আমরা যখন কোন অপারেশন চালাই সেটা যদি ঠিকমত ঘটে তাহলে তাকে প্রোগ্রামিং এর ভাষায় ট্রু কেইস


Spread the love

দুই তিন মাসেই হয়ে যান লাখপতি, অনলাইন ক্যারিয়ারের মাধ্যমে! কতখানি সম্ভব?

Spread the love

Spread the loveএকটা কমন ট্রেন্ড লক্ষ্য করছি যে, সবাই শেষ ভরসা হিসেবে চেষ্টা করছেন অনলাইনে কিছু একটা উপার্জন করতে অথবা ফ্রিল্যান্স করতে। ব্যাপারটা কেমন একটা হাস্যকর বিষয় হয়ে যায় অর্থাৎ আপনি সর্বশেষ সব কিছুতে যখন ফেইল করছেন তখনই আসলে অনলাইনকে ক্যারিয়ার হিসেবে বেঁছে নিতে আসছেন।


Spread the love

Life Talks – হাহাকারে ভরা এই জীবন!

Spread the love

Spread the loveআমরা অনেকেই আছি যারা আমাদের এই জিনিসটা নাই ঐ জিনিসটা নাই বলে হা-হুতাশ করি। সবসময় ভাবি আমি কেনো এমন করে জন্মালাম। আমার কেনো সব নাই। একবার ভেবে দেখেছি কি, এই আমি যেই জিনিসটা চাচ্ছি তাই কিন্তু অনেকেই পাচ্ছে না। যেমন ধরুন আপনার একটা


Spread the love