গত বছর আলহামদুলিল্লাহ্ একজনের দায়িত্ব নিয়েছিলাম একজন সেরা সফটওয়ার ইঞ্জিনিয়ার বানাবো বলে। দুজনের নেবার ইচ্ছে ছিলো তবে অনেক কারনেই পারি নাই। আমার আসলে আর্থিকভাবে সাহায্য করা মাসকাবারি সম্ভব না। আর আমি চাই এককালীন টাকা পয়সা না দিয়ে বিদ্যা দিয়ে দিতে যাতে একজনের সাথে সাথে অনেকের উপকার হয় প্যাসিভলি। আমার আছে এই এক বিদ্যা দেবার মত আর হাতে ধরে ক্যারিয়ার বানানোর মত স্কিল্টাই যেটা আমি সচ্ছলদের কাছে অনারিয়ামের মাধ্যমে প্রদান করি।
যাই হোক, আমি এবছরও সীদ্ধান্ত নিয়েছি আরো একজনকে এই সুযোগ করে দিবো। কারন এই প্রোগামের রেজাল্ট ভাল হচ্ছে। যাকে নিয়েছি তার আচার ব্যবহার এর উন্নতিও হচ্ছে আর কাজও শিখছে আলহামদুলিল্লাহ্।
১) এসএসসি / ইন্টার এর পর অর্থাভাবে পড়ালেখা করতে পারে নাই এমন।
২) মাসে থাকা খাওয়া বাবদ ১২ মাস ৩০০০ টাকার মত নিজে থেকে প্রদান করার সক্ষমতা ( আমি দায় দায়িত্ব নিবো না। নিজেকেই এরেঞ্জমেন্ট করতে হবে)
৩) পরিবার মোটামুটি অসচ্ছল। কস্ট হয় এমন।
১) কম্পিউটার ফান্ডামেন্টাল
২) ফ্রন্ট এন্ড ডেভলঅপমেন্ট
৩) প্রোগ্রামিং বেসিক্স আর প্রব্লেম সলভিং স্কিল
শর্ত: ১ বছরের ট্রেইনিং, ৬ মাসের ইন্টার্নিশিপ আর বাধ্যতামূলক ১ বছর আমাদের এসাইন করা কোম্পানীতে যোগ্য বেতনে চাকরি করা লাগবে।
আমরা যে প্রসেস এ সিলেক্ট করিঃ
৩) অভিবাবকের সাথে কথা বলি
৪) আমি ভিজিট করে দেখে আসি
৫) পুলিশ ভেরিফিকেশন করি। (জংগি কিংবা সন্ত্রাসবাদ এর সাথে সম্পৃক্ততা নাই নিশ্চিত হতে)
৬) ১ মাস চালচলন দেখে তারপর কনফার্ম করি
এই একজনের সব ট্রেইনিং এর খরচ আমি নিজে বহন করি কারন আমি সব কোর্স তো আর করাই না।
আপনার পরিচিত কেউ অর্থাভাবে এভাবে ঝড়ে পরেছে কিংবা যদি কোন ওড জব করছে এমন হয় কিন্তু অদম্য ইচ্ছে ভালো শেখার আর ক্যারিয়ার গড়ার তাহলে যোগাযোগ করুন। ১ বছরের ট্রেইনিং এর পর আমি তার পড়ালেখার দায়িত্বও হয়ত নিব ইনশা আল্লাহ
Update:
কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতবছর একজন সুবিধাবঞ্চিতকে সুযোগ করে দিয়েছি আমাদের এখানে একজন ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপার হতে যতগুলা ট্রেইনিং লাগে সব প্রোভাইড করার দায়িত্ব নিয়েছিলাম আর এ বছরও একজনের দায়িত্ব নিব আমি পারসোনালি ইনশা আল্লাহ। আমার এই ইনিশিয়েটিভ এর সাথে একাত্মতা দেখিয়ে Kamrujaman Shohel ভাইও একজনের দায়িত্ব নেবার ইচ্ছে পোষন করেছেন। আল্লাহ ওনাকে এইজন্য উত্তম জাযা দান করুক এই দুয়া করি। এটা উনি গোপনেই করতে চেয়েছিলেন তবে আমিই অনুমতি চেয়ে নিয়েছি প্রকাশ করার যেন অন্যরাও চাইলে এগিয়ে আসেন । আমাদের সাথেই যে এমন কিছু করা লাগবে তা কিন্তু না। আপনি ব্যাক্তিগত উদ্যগেও করতে পারেন। উনি প্রায় দেড় বছর যে সময় ট্রেইনিং পিরিয়ড যাবে সেটার পুরা সময় একজন ছাত্রের মাসিক কোর্স ফি ছাড়া ( এটা আমার পারসোনাল স্কলারশীপ) থাকা খাওয়া এর সকল ফি বহন করবেন যা প্রায় মাসিক গড়ে ৩০০০ টাকা। (আমরা এক – দু মাসেই প্রফেশনাল বানাবার কোর্স করাই না )
এ বছর আমি আর ভাই মিলে দুজনকে আমাদের Brain Tuners এ কোর্স করার সুযোগ দিতে যাচ্ছি ইনশা আল্লাহ 🙂
এই ইনিশিয়েটিভ নিয়ে শীঘ্রই একটা ভিডিও করে ডিটেইলস জানাবো ।
আর আপনাদের পরিচিত এমন সুবিধা বঞ্চিত যারা টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দিয়েছে কিংবা odd কোন জব করে এমন, কেউ থেকে থাকলে আমার সাথে যোগাযোগ করতে উপদেশ দিতে পারেন।
(University Dropout না মুলত স্কুল / কলেজ ড্রপ আউট বুঝানো হচ্ছে) । নুন্যতম এসএসসি পাশ লাগবে।
এগিয়ে যান ভাই। ভালো কাজ 🙂 ।
ধারণাও করা যায় না,কত মহৎ কাজ এটা ।
আল্লাহ আপনার কল্যাণ করুন স্যার…